১। ময়দা ও দই এর
প্যাক
ময়দা ও দই-এর
এই প্যাকটি ত্বকের লোমের রঙের
পরিবর্তন করে এবং ওঠার
পরিমাণ কমিয়ে দিতে সাহায্য
করে। এই
প্যাকটি তৈরি করতে লাগবে
২ টেবিল চামচ ময়দা,
১ টেবিল চামচ দই,
১ চা চামচ লেবুর
রস ও ১ চিমটি
হলুদ গুঁড়ো। একটি
বাটিতে এই সব উপাদান
নিয়ে খুব ভালো করে
মিশিয়ে নিন। খেয়াল
রাখবেন মিশ্রণটি যেন খুব পাতলা
না হয়। থকথকে
ঘন হলে ভালো কাজে
দেবে। এরপর
মিশ্রণটি মুখে লাগান।
বিশেষ করে নাকের নিচে
ও থুতনিতে এবং কপালে।
শুকিয়ে যাওয়া পর্যন্ত মুখে
লাগিয়ে রাখুন। তারপর
পানি দিয়ে ভালো মতো
ঘষে মুখ থেকে তুলে
ফেলুন। সপ্তাহে
৩/৪ দিন এই
প্যাকটি লাগানোর চেষ্টা করবেন।
কিছুদিনের মধ্যেই অবাঞ্ছিত লোম
দূর হবে।
২। লেবু ও মধুর মিশ্রণ
প্রথমে দুই টেবিল-চামচ চিনি এবং সমপরিমাণ লেবুর রসের সঙ্গে এক টেবিল-চামচ মধু মিশিয়ে নিন।তিন মিনিট মিশ্রণটি গরম করে নিন যেন চিনি গলে মিশে যায়।বেশি ঘন হয়ে গেলে অল্প পরিমাণে পানি মিশিয়ে মিশ্রণটি পাতলা করে নিন।
এরপর ঠাণ্ডা করে সঙ্গে কর্নস্টার্চ বা ময়দা মিশিয়ে নিন পরিমাণ বুঝে। ত্বকে সমানভাবে এক পরত লাগিয়ে নিন। উপরে ওয়াক্সিং স্ট্রিপ লাগিয়ে লোম যেদিকে বড় হয় এর অপর দিকে টেনে তুলে ফেলুন। ঘরোয়া এই মিশ্রণ ত্বকের কোনো ক্ষতি করবে না এবং লোমও উঠে আসবে।
৩। চিনি ও লেবুর রসের
স্ক্রাব
লেবুর
রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ
করে। মুখের
লোম দূর করা ও
লোমের ঘনত্ব কমাতে লেবুর
রসের জুড়ি নেই।
চিনি দিয়ে স্ক্রাব করলে
ত্বকের রোমকূপ থেকে লোম
দূর হতে সহায়তা করে। এই
স্ক্রাবটি তৈরি করতে লাগবে
৩ টেবিল চামচ চিনি,
১ টেবিল চামচ লেবুর
রস ও ১ টেবিল
চামচ পানি। প্রথমে
সব উপাদান একসাথে মিশিয়ে
একটি মিশ্রন তৈরি করুন। ভালো
করে মিশিয়ে নেবেন।
এরপর এই মিশ্রণ মুখের
ত্বকে লাগান। ১৫
মিনিট লাগিয়ে রাখুন।
এরপর মুখ ধোয়ার সময়
ভালোভাবে ঘষে তুলুন।
এতে লোম দূর হবে। সপ্তাহে
অন্তত ৩ দিন এভাবে
করুন। দ্রুত
মুখের লোম থেকে মুক্তি
পাবেন।
৪। বেসন এবং হলুদের প্যাক
এক চামচ বেসন, এক চিমটি হলুদ গুঁড়ো এবং পরিমাণমত দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই পেস্টটি ঠোঁটের উপরে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ভাবে ঠোঁটের উপরের লোম দূর করে দেবে। এটি সপ্তাহে দুই তিন বার ব্যবহার করুন।
৫। ডিমের সাদা অংশ
ঠোঁটের উপরে অংশের লোম দূর করতে ডিমের সাদা অংশ বেশ কার্যকর। একটি ডিমের সাদা অংশ, কর্ণ ফ্লাওয়ার এবং চিনি ভাল করে ফেটে নিন। এবার এই পেস্টটি ঠোঁটের উপর লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শুকিয়ে গেলে এটি তুলে ফেলুন। ভাল ফল পেতে এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন। এক মাসের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার লোম অনেকটা কমে এসেছে।
মুখের অবাঞ্ছিত লোম দূর করতে ভিডিওটী দেখে নিন
মুখের অবাঞ্ছিত লোম দূর করার সহজ ঘরোয়া উপায়
Reviewed by The Bong Media
on
February 17, 2019
Rating:
No comments: